লাভজনক চাষাবাদ করতে জানুন নানা কৃষি যন্ত্রপাতি ও তার মূল্য সম্পর্কে
অধিক ফসল উৎপাদনে কৃষকদের যথাযথ কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার করা উচিৎ। তাই চরুন জেনে আসি চাষাবাদে ব্যবহৃত কৃষিজ যন্ত্রপাতির নাম ও তার দাম সম্পর্কে।
আমাদের দেশে যে পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সে পরিমাণে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হলে কৃষি যন্ত্রপাতির ব্যবহার অপরিহার্য। জমিতে শক্তির ব্যবহার বাড়লে উৎপাদন বাড়বে। তাই এ উদ্দেশ্য সামনে রেখে এবং বাংলাদেশের কৃষকদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন ফসলের জন্য কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন করা হয়েছে।
আর চাষাবাদে এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষি ক্ষেত্রে উৎপাদন আগের তুলনায় অনেক বেড়েছে এবং চাষীরাও লাভবান হচ্ছে। তাই চলুন জেনে আসি লাভজনকভাবে চাষাবাদ করতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও এসব যন্ত্রপাতির মূল্য সম্পর্কে।
হাই স্পিড রোটারি টিলার
হাই স্পিড রোটারি টিলার হলো উন্নত মানের শুকনা জমি চাষের যন্ত্র। যেখানে শুকনা জমি চাষ করতে প্রচলিত পাওয়ার টিলার দিয়ে ৫ থেকে ৬টি চাষের প্রয়োজন হয় সেখানে হাই স্পিড রোটারি টিলার দিয়ে মাত্র ১/২টি চাষ দিলেই যথেষ্ট। এই হাই স্পিড রোটারি টিলারের বাজারমূল্য হলো ৫০,০০০ টাকা।
পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র
সারিতে বীজ বুনলে কম বীজ লাগে, সহজে আগাছা পরিষ্কার করা যায়, গাছ বেশি আলো বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে। সারিতে নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় সহজে বীজ বোনার জন্য পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
এই যন্ত্র দিয়ে সারিতে বীজ বুনলে কম বীজ লাগে, সহজে আগাছা পরিষ্কার করা যায়, গাছ বেশি আলো-বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে। এছাড়াও চাষবিহীন অবস্থায় বেলে ও বেলে দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, পাট, তৈলবীজ ও ডাল শস্য সারিতে বোনা যায়। পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র এর দাম হলো ৫০০০০ টাকা।
আরোও জানতে পারেন – অধিক লিচু পেতে করণীয়
গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র
ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা সমূহের কথা চিন্তাকরে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এই যন্ত্রের ব্যবহারে কুবই সহজে জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করা যায়। এই গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র এর বাজার মূল্য ৩৫০০ টাকা।
শক্তি চালিত ভুট্টা মাড়াই যন্ত্র
বর্তমানে দেশের অনেক এলাকায় ব্যাপকভাবে ভুট্টা চাষ হচ্ছে। আর বেশি পরিমাণ ভুট্টা মাড়াই করার চিন্তা নিয়ে সম্ভব নয় অধিক ক্ষমতাসম্পন্ন শক্তি-চালিত ভুট্টা মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। বর্তমানে এ যন্ত্রটি সারাদেশে ব্যাপকভাবে তৈরি ও ব্যবহার হচ্ছে। এই যন্ত্রের বড় সাইজটির দাম হলো ৪৫,০০০ টাকা এবং ছোট সাইজটির দাম হলো ৩৫,০০০ টাকা।
শক্তি চালিত শস্য মাড়াই যন্ত্র
দেশে ধান ও গমের উৎপাদন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সে জন্য শক্তি চালিত শস্য মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যার সাহায্যে খুবই সহজে ও দ্রুত শস্য ধান ও গম মাড়াই করা যায়। এই যন্ত্রের দাম হলো ৪৫,০০০ টাকা।
আলু উত্তোলন যন্ত্র
বাংলাদেশে আলু একটি অর্থকরী ফসল। অনেক স্থানে কৃষকগণ কোদাল দিয়ে বা হাত বা বলদ দিয়ে লাঙ্গল টেনে আলু উঠান। এত সময় বেশি লাগে এবং অনেক শ্রমিকের প্রয়োজন হয় যা ব্যয়সাপেক্ষ। তাই এসব অসুবিধা দূর করার জন্য অল্প সময়ে কম খরচে মাটির নিচ থেকে আলু ওঠানোর জন্য আলু উত্তোলন যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে। এই আলু উত্তোলন যন্ত্রের বাজারমূল্য হলো ৩০,০০০ টাকা।
শক্তি চালিত আলু গ্রেডিং যন্ত্র (মডেল-১ ও ২)
বাণিজ্যিকভাবে এবং কৃষক পর্যায়ে আলূর বীজ সংরক্ষণ ও বাজারে বিক্রয়ের জন্য বিভিন্ন সাইজের আলু ভাগ করতে হয়। বর্তমানে কৃষকদের আলু গ্রেডিং এর কাজটি সহজ করার জন্য কম খরচে ও অল্প সময়ে আলু বিভিন্ন সাইজে ভাগ করার জন্য দুই ধরনের শক্তিচালিত আলু গ্রেডিং যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
ক) শক্তি চালিত আলু গ্রেডিং যন্ত্র মডেল-১
এই যন্ত্রের দ্বারা আলুকে ৪ ভাগে ভাগ করা যায়। এই যন্ত্রের দাম হলো ৪০,০০০ টাকা।
খ) শক্তি চালিত আলু গ্রেডিং যন্ত্র মডেল-২
এই যন্ত্রের দ্বারা আলুকে ৩ ভাগে ভাগ করা যায়। এই যন্ত্রের দাম হলো ৪০,০০০ টাকা।
শক্তি চালিত শস্য ঝাড়াই যন্ত্র
আমাদের দেশের কৃষকরা শস্য মাড়াই করার পর শস্য পরিষ্কার করার জন্য প্রাকৃতিক বাতাসের উপর নির্ভর করে। কিন্তু অনেক সময় পর্যাপ্ত বাতাসের অভাবে অনেক শস্য অপরিষ্কার অবস্থায় অপচয় হয়। ফলে শস্যের গুণগতমান ও দাম কমে যায়। তাই এই সমস্যা দূরীকরণের জন্য শক্তি চালিত শস্য ঝাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এই যন্ত্রের বাজারমূল্য হলো ২০,০০০ টাকা।
আম শোধন যন্ত্র
আম হলো একটি দ্রুত পচনশীল ফল। আর প্রধানত বোঁটা পচা ও এ্যানথ্রাকনোজ রোগের কারণে আম নষ্ট হয়ে যায়। এর প্রতিকার স্বরূপ আমের জাতের উপর নির্ভর করে ৫২ থেকে ৫৫°সে. তাপমাত্রার গরম পানিতে ৫ থেকে ৭ মিনিট ধরে আম শোধন করলে বোঁটা পচা রোগ ও এ্যানথ্রাকনোজ রোগ সহ বিভিন্ন রোগ দমন করা যায়। তাই বাণিজ্যিকভাবে এ পদ্ধতি কাজে লাগানোর জন্য গরম পানিতে আম শোধন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যার বাজারমূল্য হলো ১,৩৫,০০০ টাকা।
কম্পোস্ট সেপারেটর
ভার্মিকম্পোস্ট এমন এক ধরনের সার যার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার ৫০ ভাগ পর্যন্ত কমানো সম্ভব। ভার্মিকম্পোষ্ট বা কেঁচো সার তৈরিতে সবচেয়ে ব্যয়বহুল ও কষ্টসাধ্য কাজ হলো কম্পোস্ট থেকে কেঁচো আলাদা করা ও নির্দিষ্ট সাইজের গুঁড়া প্যাকেটজাতকরণের জন্য আলাদা করা।
এছাড়াও আরো অনেক কাজ রয়েছে যা কষ্টসাধ্য। কিন্তু এই কম্পোস্ট সেপারেটর যন্ত্রের ব্যবহারের দ্বারা একই সাথে কেঁচো আলাদা করা সহ কাঙ্ক্ষিত সার পাওয়া সম্ভব। এই যন্ত্রের দাম হলো ৩৫,০০০ টাকা।
বারি বাদাম মাড়াই যন্ত্র
বাংলাদেশের চর অঞ্চলে বাদামের চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই বাদাম মাড়াই ও ঝাড়াই করার পাশাপাশি মাড়াইকৃত বাদাম থেকে অমাড়াইকৃত বাদাম আলাদা করতে এই শ্রম সাশ্রয়ী শক্তিচালিত বাদাম মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যার বাজারমূল্য হরেঅ ৩০,০০০ টাকা।
বারি হলুদ পলিসার যন্ত্র
বাংলাদেশের হলুদ গুণগত দিক থেকে সারা পৃথিবীতে বিখ্যাত। আর বিশ্বে বাংলাদেশের হলুদের চাহিদা থাকায় হলুদের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হলুদ সংগ্রহের পর বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাতকরণ করা হয়। যেমনঃ পরিষ্কার করা, বাছাই করা, সিদ্ধ করা, শুকানো, পলিস করা এবং গুঁড়া করা।
এক্ষেত্রে হলুদ পলিস করা বলতে বুঝায় শুকানো হলুদের চামড়া, শিকড় এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত অংশ সরিয়ে উজ্জ্বল, মসৃণ এবং হলুদাভ কন্দ পাওয়া। এ কাজটিতে কৃষকের কষ্ট লাঘব করার জন্য একটি শক্তিচালিত হলুদ পলিসার যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যার দাম হলো ৩০,০০০ টাকা।
বারি সোলার পাম্প
জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের অপর্যাপ্ততা এবং অনিশ্চয়তা সেচের মাধ্যমে ফসল উৎপাদনের জন্য সমস্যা সৃষ্টি করেছে। তাই বাংলাদেশের বিদ্যুৎবিহীন এলাকাতে ফসল উৎপাদনে ক্ষুদ্র পরিসরে সেচের জন্য বিকল্প হিসেবে সৌর পাম্প ব্যবহার করা যেতে পারে।
কৃষিতে সৌর পাম্পে এর ব্যবহার সেচ পদ্ধতিতে ডিজেল চালিত সেচ পাম্পের বিকল্প, দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব। এই পাম্পটি ১০০ ওয়াট ক্ষমতার প্যানেল নিয়ে চালনা করা হয়। শুধুমাত্র সূর্যালোকের সময় এই পাম্প চলবে। আর এই পাম্পের দাম হলো ১,০০,০০০ টাকা।
এছাড়াও আরো অনেক কৃষিজ যন্ত্রপাতি রয়েছে। যেসব যন্ত্র কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশের কৃষি কাজকে উন্নত করছে।
কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ, ফসলের চাষ পদ্ধতি, সার প্রয়োগ এবং ফসলের বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করূন Krishakbd.com
FAQs
জমি চাষ এর যন্ত্রপাতি হলো পাওয়ার টিলার, বারি লাঙ্গল, মোল্ড বোর্ড লাঙ্গল, ট্রাক্টর বা হুইল ট্রাক্টর, ব্রডকাস্ট সিডার, সিড ড্রিল, সাব সয়লার, ব্যাচ ড্রায়ার ইত্যাদি।
ফসল কাটার যন্ত্র হলো রিপার/কম্বাইন হারভেস্টার।
মাটি আলগা করার জন্য স্থানীয় লাঙ্গল বা টুপি এবং ব্লেড হ্যারো বা বাখর।
জমি প্রস্তুতির প্রথম ধাপ হলো ভূমি কর্ষণ।