ফরাস বিচি চাষ পদ্ধতি | ফরাস চাষ

ফরাস শিম একটি পুষ্টিকর সবজি ও রান্নায় ইহা খুবই সুস্বাদু এবং ইহা খুবই লাভজনক ও এর চাষাবাদ পদ্ধতিও খুবই সহজ তাই আসুন জেনে নিই ফরাস শিম চাষের সঠিক পদ্ধতি

ফরাস শিম চাষ পদ্ধতি

ফরাস শিম একটি পুষ্টিকর সবজি। ইউরোপ ও আমেরিকায় এট খুবই জনপ্রিয়। এই শিম কচি অবস্থায় খাওয়ার উপযোগী।

তাই আসুন জেনে নিই ফরাস বিচি চাষের সঠিক পদ্ধতি

মাটি

বেলে দো-আঁশ, দো-আঁশ এবং এঁটেল দো-আঁশ মাটিতে চাষের উপযোগী।

আরোও পড়ুন – শিম চাষ পদ্ধতি

বীজ বপনের সময়

আশ্বিন-অগ্রহায়ণ মাস পর্যন্ত বীজ বোনা যায়। আষাঢ় মাসের মাঝামাঝি থেকে বপন করা যেতে পারে।

ফরাসের জাত

বারি ঝাড় শিম-১ একটি উন্নত জাত। শিম ১৩-১৪ সে.মি. লম্বা এবং ১ সে.মি. চওড়া হয়।

বীজের হার

এক শতকেএকর প্রতি হেক্টর প্রতি 
৮০-১২০ গ্রাম৮-১২ কেজি২০-৩০ কেজি

বীজ বপনের দুরুত্ব

৩০-৪০ সে.মি. দুরুত্বে সারি করে ১০-১৫ সে.মি. দূরে দূরে সামান্য গর্ত করে বীজ লাগাতে হয়। মাটিতে রস থাকলে ৩-৪ সে.মি. গভীরে এবং রস কম থাকলে ৭-৮ সে.মি. গভীরে বীজ লাগাতে হবে।

আরোও পড়তে পারেন – কোন মাসে কোন সবজি চাষ করতে হয় | সবজি চাষ পদ্ধতি

সারের পরিমাণ

সারের পরিমাণগোবর ইউরিয়াটিএসপিএমওপি
এক শতকে৪০ কেজি২০০ গ্রাম৬০০ গ্রাম৬০০ গ্রাম
একর প্রতি ৪.০ টন২০ কেজি৬০ কেজি৬০ কেজি 
হেক্টর প্রতি ১০ টন৫০ কেজি১৫০ কেজি১৫০ কেজি

সার প্রয়োগের নিয়ম

জমি তৈরির সময় গোবর প্রয়োগ করতে হবে। সসম্পূর্ণ টিএসপি ও এমওপি এবং অর্ধেক ইউরিয়া সারির একপাশে সারি থেকে ৭-৮ সে.মি. দূরে নালা করে ঐ নালায় প্রয়োগ করতে হবে।

নালার গভীরতা বীজ লাগানোর সারির গভীর থেকে ২-৩ সে.মি. বেশি হওয়া উচিৎ। বাকি ইউরিয়া বীজ বোনার প্রায় ১ মাস পর প্রথম নালার বিপরীত দিকের নালা করে প্রয়োগ করতে হবে।

ফরাস বীজ বপন

প্রতি গর্তে ২-৩ টি বীজ বুনতে হয়। চারা গজানোর ৭-৮ পর প্রতি গর্তে একটি সুস্থ সবল চারা রাখতে হবে।

মাঝে মাঝে নিড়ানী দিয়ে আগাছা তুলে মাটি আলগা করে দিতে হয় এবং রস কম থাকলে সেচ দিতে হয়।

আরোও পড়ুন – চিচিঙ্গা চাষ পদ্ধতি ও চিচিঙ্গা-র উপকারিতা

ফরাসের পোকা-মাকড়

জাব পোকা দেখা দিলে ইমিডাক্লোরপ্রিড ১ মি.লি. বা পিরিমর ভিপি ১.০-২.০ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

ফসল সংগ্রহ

প্রথম ফুল ফোটার ৮-১০ দিন পর শিম উঠার উপযুক্ত হয়।

ফলন

এক শতকেএকর প্রতি হেক্টর প্রতি 
৪০-৫০ কেজি৪-৫ টন১০-১২ টন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *