ফরাস বিচি চাষ পদ্ধতি | ফরাস চাষ
ফরাস শিম একটি পুষ্টিকর সবজি ও রান্নায় ইহা খুবই সুস্বাদু এবং ইহা খুবই লাভজনক ও এর চাষাবাদ পদ্ধতিও খুবই সহজ তাই আসুন জেনে নিই ফরাস শিম চাষের সঠিক পদ্ধতি
ফরাস শিম একটি পুষ্টিকর সবজি। ইউরোপ ও আমেরিকায় এট খুবই জনপ্রিয়। এই শিম কচি অবস্থায় খাওয়ার উপযোগী।
তাই আসুন জেনে নিই ফরাস বিচি চাষের সঠিক পদ্ধতি
মাটি
বেলে দো-আঁশ, দো-আঁশ এবং এঁটেল দো-আঁশ মাটিতে চাষের উপযোগী।
আরোও পড়ুন – শিম চাষ পদ্ধতি
বীজ বপনের সময়
আশ্বিন-অগ্রহায়ণ মাস পর্যন্ত বীজ বোনা যায়। আষাঢ় মাসের মাঝামাঝি থেকে বপন করা যেতে পারে।
ফরাসের জাত
বারি ঝাড় শিম-১ একটি উন্নত জাত। শিম ১৩-১৪ সে.মি. লম্বা এবং ১ সে.মি. চওড়া হয়।
বীজের হার
এক শতকে | একর প্রতি | হেক্টর প্রতি |
৮০-১২০ গ্রাম | ৮-১২ কেজি | ২০-৩০ কেজি |
বীজ বপনের দুরুত্ব
৩০-৪০ সে.মি. দুরুত্বে সারি করে ১০-১৫ সে.মি. দূরে দূরে সামান্য গর্ত করে বীজ লাগাতে হয়। মাটিতে রস থাকলে ৩-৪ সে.মি. গভীরে এবং রস কম থাকলে ৭-৮ সে.মি. গভীরে বীজ লাগাতে হবে।
আরোও পড়তে পারেন – কোন মাসে কোন সবজি চাষ করতে হয় | সবজি চাষ পদ্ধতি
সারের পরিমাণ
সারের পরিমাণ | গোবর | ইউরিয়া | টিএসপি | এমওপি |
এক শতকে | ৪০ কেজি | ২০০ গ্রাম | ৬০০ গ্রাম | ৬০০ গ্রাম |
একর প্রতি | ৪.০ টন | ২০ কেজি | ৬০ কেজি | ৬০ কেজি |
হেক্টর প্রতি | ১০ টন | ৫০ কেজি | ১৫০ কেজি | ১৫০ কেজি |
সার প্রয়োগের নিয়ম
জমি তৈরির সময় গোবর প্রয়োগ করতে হবে। সসম্পূর্ণ টিএসপি ও এমওপি এবং অর্ধেক ইউরিয়া সারির একপাশে সারি থেকে ৭-৮ সে.মি. দূরে নালা করে ঐ নালায় প্রয়োগ করতে হবে।
নালার গভীরতা বীজ লাগানোর সারির গভীর থেকে ২-৩ সে.মি. বেশি হওয়া উচিৎ। বাকি ইউরিয়া বীজ বোনার প্রায় ১ মাস পর প্রথম নালার বিপরীত দিকের নালা করে প্রয়োগ করতে হবে।
ফরাস বীজ বপন
প্রতি গর্তে ২-৩ টি বীজ বুনতে হয়। চারা গজানোর ৭-৮ পর প্রতি গর্তে একটি সুস্থ সবল চারা রাখতে হবে।
মাঝে মাঝে নিড়ানী দিয়ে আগাছা তুলে মাটি আলগা করে দিতে হয় এবং রস কম থাকলে সেচ দিতে হয়।
আরোও পড়ুন – চিচিঙ্গা চাষ পদ্ধতি ও চিচিঙ্গা-র উপকারিতা
ফরাসের পোকা-মাকড়
জাব পোকা দেখা দিলে ইমিডাক্লোরপ্রিড ১ মি.লি. বা পিরিমর ভিপি ১.০-২.০ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
ফসল সংগ্রহ
প্রথম ফুল ফোটার ৮-১০ দিন পর শিম উঠার উপযুক্ত হয়।
ফলন
এক শতকে | একর প্রতি | হেক্টর প্রতি |
৪০-৫০ কেজি | ৪-৫ টন | ১০-১২ টন |