চেরি ফল চাষের সঠিক নিয়ম জানুন চাষ পদ্ধতি
চেরি ফল অত্যন্ত সুস্বাদু ও আকর্ষণীয় ফল। তাই বাজারে চেরি ফলের ভালো চাহিদা ও দাম রয়েছে। ফলে কৃষকরা চেরি ফল গাছ চাষে আগ্রহী হচ্ছেন। আসুন জানি চেরি ফল চাষ পদ্ধতি সম্পর্কে।
চেরি ফল অতন্ত্য জনপ্রিয় একটি ফল | চেরি ফল দেখতে অন্যান্য ফলের তুলনায় খুব সুন্দর এবং এই চেরি ফলের স্বাদ অন্যান্য ফলের তুলনায় সুমিষ্ট। তাই চেরি ফলের চাহিদা বাজারে দিন দিন বাড়ছে। ফলে কৃষকরা বর্তমানে চেরি ফল চাষে অধিক মনযোগী হচ্ছেন। আর অন্যান্য ফলের তুলনায় এই চেরি ফল চাষে লাভ অধিক। কারণ, বাজারে চেরি ফলের ভালো দাম রয়েছে। এছাড়াও চেরি ফল গাছ সেীন্দর্য বর্ধণকারী একটি গাছ। তাই এই চেরি গাছ বাড়ির সামনে রোপন করলে এটি বাড়ির সেীন্দর্যতা দ্বিগুণ বৃদ্ধি করে। তাই জানুন খুব সহজে কিভাবে বানিজ্যিকভাবে অথবা বাড়ির সামনে বাগানে বা ছাদে চেরি ফল চাষ করা যায় সে সম্পর্কে।
আরোও পড়তে পারেন – গাব চাষের সঠিক নিয়ম ও পরিচর্চা
চেরি ফল চাষের মাটি ও জমি নির্বাচন
যেকোসো ধরষের উর্বর মাটিতে চেরি ফল চাষ করা যায়। তবে স্যাঁতস্যাতে মাটি চেরি ফল চাষের জন্য খুবই উপযোগী। যদিও চেরি ফল গাছ জলবদ্ধতা সহ্য করতে পারে না। তবে চেরি ফল চাষের জন্য নিষ্কাশনের সুব্যবস্থা সম্পন্ন উঁচু ও মাঝারি উচুঁ জমি নির্বাচন করতে হবে। কারণ, চেরি ফর গাছ অতিরিক্ত পানি জমে থাকা সহ্য করতে পারেনা।
চেরি ফল চাষের উপর্যুক্ত তাপমাত্রা
চেরি ফল যেকোনো তাপমাত্রায় উৎপাদিত হতে পারে। এমনকি ৩০-৩৫ ডিগ্রী তাপমাত্রায় চেরি ফল উৎপাদন করা সম্ভব।
চেরি ফল গাছ চাষের স্থান
যেখানে চেরি ফল চাষ করা হয় সেখানে পর্যাপ্ত আলো থাকা প্রয়োজন। কারণ, অতিরিক্ত ছায়াযুক্ত স্থানে চেরি ফলের উৎপাদন কম হয়
চেরি ফল গাছ চাষের সময়
যেহুতু চেরি ফল বসন্ত কালে বা শীত থাকাকালীন সময়ে ফলে। তাই আমাদের মতে, চেরি ফল গাছ বসন্তকালে বা শরতের শেষে রোপন করা উচিৎ। কারণ, চেরি ফল বড় হতে কমপক্ষে ২-৩ বছর সময় লাগে। তবে বর্ষাকালে বা এর আগেও চেরি ফল গাছ চাষ করা যেতে পারে। কারণ, বর্ষাকালে জমির মাটিতে পর্যাপ্ত পরিমাণ জল থাকে এবং জমির মাটি স্যাঁতস্যাতে থাকে, যা চেরি ফল গাছ চাষের জন্য উপর্যুক্ত।
আরোও জানতে পারেন – আধুনিকভাবে চাষ করুন ধনিয়া সারা বছরই ইনকাম
চেরি ফল গাছ চাষের পূর্বে চারা সংগ্রহ
চেরি ফল গাছের চারা নিকটবর্তী নার্সারী থেকে সংগ্রত করতে হবে। অথবা বাজার থেকে চেরী ফলের বীজ সংগ্রহ করে জমি তৈরী করে সেখানেই চেরি ফল গাছের চারা তৈরী করা যেতে পারে।
চেরি ফল গাছ চাষের মাটি বা জমি তৈরী
সাধারণ চেরি ফল গাছ চাষের জন্য বিশেষ ভাবে জমি তৈরীর কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র চেরি ফল গাছের জন্য বরাদ্ধকৃত জমিতে চেরি গাছের চারার সংখ্যা অনুযায়ী গর্ত করতে হবে এবং ঐ গর্তগুলোতে পরিমাণ মতো জৈব সার, কোকোপিট, নিম খোল এবং গোবর সার ভাল করে মিশিয়ে দিতে হবে। এভাবে ১০-১৫ দিন রেখে দিতে হবে।
চেরি ফল গাছ রোপন পদ্ধতি
- চেরি ফল গাছ রোপন করার জন্য প্রথমে নিকটবর্তী কোনো নার্সারি বা কৃষি গবেষণা থেকে চারা সংগ্রহ করতে হবে।
- তারপর সেই চেরি গাছের চারা চেরি গাছ চাষের জমির গর্তে নিয়ে যেতে হবে।
- এরপর সেই গর্তগুলোতে চেরি গাছের কলম বা চারগুলো প্রতিস্থাপন করতে হবে।
- চেরি গাছের চারাগুলো এমনভাবে জমির গর্তে স্থাপন করতে যেন গাছ হেলে না যায়। অর্থাৎ সোজাসোজি ভাবে চেরি ফল গাছের চারা গুলো গর্তে প্রতিস্থাপন করতে হবে।
- চেরি গাছের চারা যাতে হেলে না যায় সেজন্য চেরি গাছের চারার সাথে একটি লম্বা শক্ত খুটি বেঁধে দেওয়া যেতে পারে।
- গর্তে চেরি গাছ বসানোর পর সেখানে জল দিয়ে পূর্ণ করে দিতে হবে।
- কিছুক্ষণ পর পানি টেনে গেলে চেরি গাছের গর্তগুলোতে মাটি ও সার দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে এবং ভালোভাবে গর্তে মাটি চেপে দিতে হবে।
আরোও পড়ুন – কাঁচা আম পাকানোর সহজ ও সঠিক নিয়ম
চেরি গাছ চাষে সার প্রয়োগ
- চেরি গাছ চাষে সময়মতো গাছে সার দেওয়া প্রয়োজন। তা নাহলে চেরি গাছ সঠিকভাবে বাড়বে না।
- চেরি গাছ চাষের গর্ত তৈরী করার সময় গর্তের মাটির সাথে নিম খোল, কোকোপিট, হারের গুঁড়ো এবং গোবর সার ভালো করে মিশিয়ে নিতে হবে|
- গর্তে চেরি গাছ রোপনের পর সেখানে কিছুদিন পর পর গাছ প্রতি সামান্য পরিমাণে কম্পোস্ট, হারের গুঁড়ো এবং তার সাথে কলার খোসার গুঁড়ো দিতে হবে।
- এখানে কলার খোসার গুড়া চেরি গাছের জন্য পটাশিয়াম হিসেবে কাজ করবে।
- আর হারের গুড়া ফসফরাস হিসে কাজ করবে চেরি গাছের জন্য।
- তবে চেরি গাছ চাষে নাইট্রোজেন কম পরিমাণে দিতে হবে। কারণ, নাইট্রোজেনের পরিমাণ চেরি গাছে বেশি হলে গাছে ফুল আসবে না।
- আর ১০ দিন পর পর তরল সার হিসেবে সর্ষের খোল প্রয়োগ করা যেতে পারে।
চেরি ফল গাছ চাষে পরিচর্চা
- চেরি ফল অতিরিক্ত পানি সহ্য করতে পারেনা, আবার স্যাঁতস্যাতে মাটিতে চেরি গাছ ভালো হয়। তাই চেরি গাছ চাষে নিয়মিত পানির সেচ দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যেন চেরি গাছের গোড়ায় পানি জমে না থাকে। তাই চেরি গাছ চাষের জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে। আর চেরি গাছের গোড়ার মাটি শুকালেই জল দিতে হবে।
- চেরি গাছ পর্যাপ্ত সূর্যালোকে চাষ করতে হবে, কারণ চেরি গাছ ছায়া যুক্ত স্থান পছন্দ করে না। তবেই চেরি গাছে ফুল আসবে।
পাখিদের থেকে চেরি ফলকে সুরক্ষিত রাখা
যেহুতু চেরি ফল খেতে খুবই সুস্বাদু এবং দেখতে আকর্ষণীয়, তাই পাখিরাও উড়ে এসে চেরি ফলের গাছে বসে চেরী ফল খেতে পারে এবং চেরি ফল নষ্ট করে খাওয়ার অযোগ্য করতে পারে। তাই, পাখিদের থেকে চেরি ফলকে বাঁচানোর জন্য চেরি গাছে ফল ধরলে পুরো গাছটি পলিথিন বা প্লাস্টিকের জাল দিয়ে ঢেকে দিতে হবে অথবা কভার করে দিতে হবে। এছাড়াও পাখিদের ভয় লাগানোর জন্য কাকতাড়ুয়াও ব্যবহার করতে পারেন।
আরোও জানুন – জুন মাসে কি কি সবজি চাষ করে ভালো লাভ করা যায়
চেরি ফল সংগ্রহ
চেরি ফল সাধারণ বসন্তকালে ফলে। তাই বসন্তকাল বা শীতের শেষে চেরি ফল সংগ্রহ করতে হবে। যদি চেরি ফল নাও পাঁকে তাহলে তা পলিথিন ব্যাগে বা গরম স্থানে সংরক্ষণ করে পাঁকাতে হবে।
FAQs
বিং চেরিরা জাতের চেরি ভালো।
চেরি ফল খাওয়ার নিয়ম হলো রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘণ্টা আগে খাওয়া।
১ কেজি চেরি ফলের দাম প্রায় ৩০০ টাকা।
চেরি ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়, পেটে চর্বি জমে না, স্মৃতিশক্তি বাড়ে, হৃৎপিন্ড সুস্থ থাকে, বয়স ধরে রাখে, হাড় মজবুত করে ইত্যাদি।
চেরি ফর গাছ নিকটবর্তী নার্সারিতে পাওয়া যায়।