লাউ চাষ পদ্ধতি
লাউ একটি বহুল পরিচিত সবজি এবং শাক হিসেবেও এটি ব্যপকভাবে জনপ্রিয় এটি সহজেই বাড়ির চারপাশে চাষাবাদ করা যায়
লাউ একটি জনপ্রিয় সবজি। এটি শরীর ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সাহায্য করে। লাউ এর চেয়ে এর শাক বেশি পুষ্টিকর। এটি প্রধানত একটি শীতকালীন ফসল।
তাই আসুন আমরা জেনে নিই লাউ চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে।
আরোও পড়ুন – মিষ্টিকুমড়া চাষ পদ্ধতি
মাটি
প্রায় সব মাটিতেই লাউ জন্মে। তবে দো-আঁশ এবং বেলে দো-আঁশ মাটি লাউ চাষের জন্য সবচেয়ে উপযোগী। বেলে মাটির লাউয়ের স্বাদ বেশি।
সময়
রবি মৌসুমে ভাদ্র-কার্তিক মাস পর্যন্ত লাউ এর বীজ বোনার উপযুক্ত সময়। গ্রিষ্মেও আবাদ করা যায়।
জাত
বারি লাউ-১,প্রলিফিক লং/রাউন্ড ইত্যাদির চাষ করা যায়।
লাউ চাষ পদ্ধতি
বীজের হার
এক শতকে | একর প্রতি | হেক্টর প্রতি |
৪ গ্রাম | ৪০০ গ্রাম | ১.০ কেজি |
মাদা তৈরি ও বীজ বপন
সাধারণত ২.৫-৩ মিটার অথবা ৮-১০ ফুট দূরুত্বে গর্ত বা মাদা করে প্রতি মাদায় ৪-৫ টি করে বীজ বুনতে হয়।
আরোও পড়তে পারেন – কোন মাসে কোন সবজি চাষ করতে হয় | সবজি চাষ পদ্ধতি
লাউ চাষে সারের পরিমান
সারের পরিমান | গোবর | খৈল | টিএসপি | এমওপি | ইউরিয়া | জিপসাম | জিংকঅক্সাইড |
এক শতকে | ২০ কেজি | ১৬ কেজি | ০.৬ কেজি | ০.৫ কেজি | ০.৫ কেজি | ৩২০ গ্রাম | ১৬ গ্রাম |
একর প্রতি | ২.০ টন | ১৬০ কেজি | ৬০ কেজি | ৫০ কেজি | ৫০ কেজি | ৩২ কেজি | ১.৬ কেজি |
হেক্টর প্রতি | ৫.০ টন | ৪০০ কেজি | ১৬০ কেজি | ১২০ কেজি | ১২০ কেজি | ৮০ কেজি | ৪ কেজি |
সার প্রয়োগের নিয়ম
ইউরিয়া ছাড়া সব সার বীজ বপন বা চারা রোপণের গর্তের মাটির সাথে মিশিয়ে রাখতে হবে এবং ৭/৮ দিন পর বীজ বুনতে হবে বা চারা রোপণ করতে হবে।
সারের অর্ধেক চারার বয়স ১ মাস হলে এবং বাকি অর্ধেক দেড় মাস হলে উপরি প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
আরোও পড়তে পারেন – মূলা চাষ পদ্ধতি
লাউ চাষে সেচ
লাউ পানি প্রিয় গাছ। তাই কয়েকদিন পর পর বিকালে পানি দেওয়া ভালো।
অধিক লাউ ধরানোর উপায়
সকালে বা বিকালে সদ্য ফোটা পুরুষ ফুলের রেণু হাতের আঙুলে টোকা দিয়ে স্ত্রী ফুলের গর্ভমুন্ডে ঝেড়ে দিলে লাউয়ের কড়া না ঝরে লাউয়ে পরিনত হয়।
গাছের বাড় বাড়তি বেশি হলে কিছু লতাপাতা কেটে শাক খেলে অধিক পুষ্টি পাওয়া যায়। এতে গাছে লাউ ধরে বেশি।
এছাড়া পিজিআর ফ্লোরা, প্রোটোজিম, মিরাকুলান প্রতি ১০ লিটার পানিতে ২০ মিঃলিঃ হারে প্রতি সপ্তাহে স্প্রে করা যেতে পারে।
লাউয়ের ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা
আরোও পড়ুন – কচু চাষ পদ্ধতি
১. মাছি পোকা
ডিপ্টেরেক্স ৫০ ইসি ১.০ মি.লি. বা ২ মি.লি. সবিক্রন বা সাইনারমেক্সিন ১ মি.লি. প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
২. পাউডারি মিলডিউ
টিল্ট ২৫০ ইসি ০.৫ মি.লি. বা রনভিট ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
৩. ডাউনি মিলডিউ
রিডোমিল গোল্ড ২ গ্রাম বা ১-২ গ্রাম সিকিউর প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
ফলন
এক শতকে | একর প্রতি | হেক্টর প্রতি |
৮০-১২০ কেজি | ৮-১২ টন | ২০-৩০ টন |