টবে সারা বছর লেবু চাষ পদ্ধতি | ছাদে লেবু চাষ লেবু খান বারোমাস
লেবু মুখরোচক,উপাদেয় বলবর্ধক রসালো ফল। সারা বছরই এর ভালো ফলন পাওয়া যায় বলে এটি অত্যন্ত লাভজনক। আসুন টবে বা ছাদে লেবু চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে নিই।
লেবু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল। লেবু মুখরোচক, উপাদেয় বলবর্ধক রসালো ফল। লেবু চাষ করা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। লেবু সাইট্রাস জাতীয় ভিটামিন সি সমৃদ্ধ গুরুত্বপূর্ণ একটি ফল। খাবার টেবিলে এবং সালাদে লেবু ছাড়া তো ভাবাই যায় না। লেবুকে ভিটামিন ‘সি এর’ ডিপো বলা হয়ে থাকে।
আরোও পড়তে পারেন – লেবু চাষ পদ্ধতি
গরমে ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত বা জুস আমাদের শরীরের ক্লান্তি দূর করতে খুবই সাহায্য করে। আর এই ভিটামিন সি সমৃদ্ধ ফলটি সারা বছর আপনার বাসায় পেতে বাড়ির ছাদে বা টবে চাষ করতে পারেন এবং সারা বছরই এই ফলের উপকার পেতে পারেন। তাই আসুন ছাদে বা টবে লেবু চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে নিই।
ছাদে লেবু চাষের জন্য টব বা পাত্রের আকৃতি বাছাই
লেবু চাষ করার জন্য মাঝারি সাইজের বা ২০ ইঞ্চি সাইজের টব বা ড্রাম বাছাই করতে হবে। টবের তলায় ৩ থেকে ৫ টি ছিদ্র করে নিতে হবে যাতে লেবু গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকে। তারপর টব বা পাত্রের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে।
লেবুর জাত বাছাই
আমাদের দেশে লেবুর অনেক জাত আছে। তবে তার মধ্যে কিছু উন্নত মানের লেবুর জাত রয়েছে। এগুলো উচ্চফলনশীল ও দ্রুত বড় হয়। লেবুর এই উন্ন্ত জাতের মধ্যে উল্লেখযোগ্য হলো এফটিআইপি বাউ কাগজি লেবু-১, এফটিআইপি বাউ লেবু-২ বা সেপ্টেড এলাচি এবং এফটিআইপি বাউ লেবু-৩ বা সেমি সীডলেস।
চারা রোপনের সঠিক সময়
বছরের যেকোন সময়েই লেবু চাষ করা যায়। কারণ, লেবু একটি বারোমাসি ফল। সারা বছরই কম-বেশি এই ফল পাওয়া যায়। তবে লেবু চাষ করার সর্বোত্তম সময় হল বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত।
লেবুর চারা সংগ্রহ
সাধারণত যেকোনো নার্সারি থেকে লেুর চারা সংগ্রহ করা যেতে পারে। টবে যেহুত লেবু গাছ বড় হবে না সেহুতু লেবু গাছের ডাল কেটে কলম করে পারা হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ছাদে বা টবে লেবু চাষ পদ্ধতি
- টবের ৩ ভাগের ২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ৩০ থেকে ৪০ গ্রাম টিএসপি সার, ৩০ থেকে ৪০ গ্রাম পটাশ সার, ১০ থেকে ১৫ গ্রাম চুন পাথর এবং ২০০ গ্রাম হারের গুড়া বা ১ কেজি কাঠের ছাই নিয়ে ভালোভাবে মেশাতে হবে।
- এরপর টব সেই মেশানো মাটি দিয়ে ভর্তি করে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ১০/১২ দিন।
- অতঃপর মাটি বসে গেলে কিছুটা খুচিয়ে খুচিয়ে আলগা করে দিয়ে ৪/৫ দিন এভাবেই রেখে দিতে হবে।
- যখন মাটি ঝুরঝুরে হবে তখন একটি সুস্থ সবল কলমের লেবুর চারা উক্ত টবে রোপন করে দিতে হবে।
- চারা রোপনের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে লেবু গাছের বা চারার গোড়া যেন মাটি থেকে আলাদা না হয়ে যায়।
- চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে।
- সাথে সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা টব থেকেও উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যাতে লেবু চারার গোড়া দিয়ে অতিরিক্ত পানি ঢুকতে না পারে।
- একটি সোজা কাঠি দিয়ে লেবুর চারা বা গাছটিকে বেধে দিতে হবে।
- চারা লাগানোর পর লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে। আবার গাছের গোড়ার মাটি শুকাতে দেওয়া যাবে না। গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে অল্প পরিমানে পানি দিতে হবে।
আরোও পড়তে পারেন – কৃষি যন্ত্রপাতি ও তার মূল্য
টবে লেবু গাছ চাষকালীন অন্যান্য পরিচর্যা
টবে গাছ লাগানোর ৪/৫ মাস পর থেকে নিয়মিত ২০ থেকে ২৫ দিন পর পর সরিষার খৈলের পচা পানি প্রয়োগ করতে হবে । কারণ, এই কাজের উপরই লেবু গাছের ফলন অনেকাংশে নির্ভর করে। আর এর জন্য সরিষার খৈল ১০ দিন পানিতে ভিজিয়ে রেখে সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে।
লেবুর চারা লাগানোর ২ বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করতে হবে। গাছের চারপাশে ২ ইঞ্চি প্রস্থে এবং ৬ ইঞ্চি গভীরে শিকনাসহ মাটি ফেলে দিতে হবে। তারপর নতুন সার মিশ্রিত মাটি দিয়ে সেেই খালি স্থান ভালোভাবে ভরে দিয়ে হাত দিয়ে চেপে দিতে হবে। এরপর ১০ থেকে ১৫ দিন পর পর টব বা পাত্রের মাটি কিছুটা খুঁচিয়ে আলগা করে দিতে হবে।
আরোও পড়ুন – লবণ চাষ পদ্ধতি
লেবু গাছের মরা ডাল-পালা ছাটাই
লেবু গাছের প্রায়ই কিছু কিছু ডাল মরতে দেখা যায়। আর এইসব মরা ডালগুলো সাথে সাথে কেটে দিতে হবে।
এছাড়াও ছাদের লেবু গাছকে অধিক ডালপালাযুক্ত সুন্দর ভাবে তৈরী করতে হলে চারা লাগানোর পর থেকে কয়েকবার ডাল কেটে দিতে হবে। পরবর্তীতে শুধু মরা ডাল কাটলেই চলবে। আর এবাবে করলে লেবু গাছ সুন্দরভাবে বৃদ্ধি পাবে।
আরোও জনুন – শসা চাষ পদ্ধতি ও রোগ বালাই দমন ব্যবস্থাপনা
লেবু গাছের পোকামাকড় দমন ও বালাইনাশক বা কীটনাশক প্রয়োগ
চারা রোপনের পর মাঝের মধ্যে লেবু গাছে নিয়মিত কীটনাশক ও সার প্রয়োগ করতে হবে। আর বর্ষাকাল আসার পূর্বে সাতদিন পর পর কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করলে গাছের জন্য উপকার হয়। কিন্তু গাছে যখন ফুল বা ফল থাকবে তখন কীটনাশক স্প্রে করা যাবে না। এতে গাছের ও লেবু ফলের ক্ষতি হতে পারে।
আরো পড়তে পারেন – ফেব্রুয়ারী মাসের সবজি চাষ
এই নিয়ম-কানুন মেনে লেবু চাষ করলে লেবুর খুবই ভালো ফলন পাওয়া সম্ভব। প্রয়োজনে কৃষি গবেষণা কেন্দ্রে যোগাযোগ করুন।
কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ, ফসলের চাষ পদ্ধতি, সার প্রয়োগ এবং ফসলের বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করূন Krishakbd.com
FAQs
লেবু গাছ একটু উষ্ণ বা গরম জলবায়ু পছন্দ করে। কারণ, শীতল জলবায়ুতে গাছের বৃদ্ধি পেতে কষ্ট হয়। লেবু গাছ শীতল আবহাওয়ায় ঠান্ডা হলে লেবু গাছের শিকড়গুলি পাতাগুলিকে সবুজ রাখার জন্য যথেষ্ট পুষ্টি শোষণ করতে সক্ষম হয় না। আর সেই কারণে লেবু গাছের পাতা হলুদ হয়ে যায়।
লেবু গাছের জন্য এরিকেসিয়াস কম্পোস্ট ভালো হবে।