বানিজ্যিকভাবে চাষ করতে জানুন লাল শাক চাষ পদ্ধতি

বাঙ্গালীর খাদ্য তালিকা শাক ছাড়া ভাবা যায় না। তাই প্র্রতিনিয়ত লাল শাকের চাহিদা ও দাম বাড়ছে। আসুন জানি লাল শাক চাষ পদ্ধতি সম্পর্কে।

লাল শাক চাষ পদ্ধতি

লাল রঙের শাক দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু। সারা বছর ধরে চাষ করে এ লাল শাক খাওয়া যায়। কারণ, লাল শাক হলো বারোমাসি ফসল। এই লাল শাক বেশ পুষ্টিকর  ও ক্যারোটিন সমৃদ্ধ। তাই বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। আর বর্তমানে প্রতিনিয়ত লাল শাকের দাম বাড়ছে। তাই কৃষকরাও বানিজ্যিকভাবে লাল শাক চাষ করছে এবং লাভবান হচ্চেন। তাই চলুন জেনে নেওয়া যাক, লাল শাক চাষ পদ্ধতি সম্পর্কে।

আরোও পড়ুন – পুঁইশাক চাষ পদ্ধতি

লাল শাক চাষের মাটি ও জমি নির্বাচন

দোআঁশ মাটিতে  লাল শাক সবচেয়ে ভাল জন্মায়। তবে এঁটেল দো-আঁশ মাটিতেও লাল শাক চাষ করা যায়। সাধারণ লাল শাক যেকোনো ধরণের জমিতে করা যায়।

লাল শাক চাষের সময়

সারা বছরই লাল শাক চাষ করা যায়। তবে আষার ও শ্রাবণ মাসের অতি বর্ষণের সময় লাল শাক চাষ করলে ফসল ভালো হয় না।

লাল শাকের জাত নির্বাচন

লাল শাকের উচ্চফলনশীল ও উন্নতজাত রয়েছে। সেটি হলো বারি লালশাক-১। অল্প জমিতে এর ফলন খুবই ভালো হয়।

লাল শাকের বীজ বপন

লাল শাকের বীজ সাধারণত ছিটিয়ে ছিটিয়ে অথবা সারি সারি করে সারিতে বীজ ছেটানোর মাধ্যমে বোনা হয়। আর লাল শাক চাষের জমিতে সারি হতে সারির দূরত্ব হবে ২০ সেঃমিঃ।

আরোও পড়তে পারেন – আখ চাষ পদ্ধতি

লাল শাকের বীজের হার বা বীজ প্রয়োগের পরিমাণ

বীজের হারসারিতে বুনলেছিটিয়ে বুনলে
এক শতকে৪ গ্রাম৮ গ্রাম
একর প্রতি৪০০ গ্রাম৮০০ গ্রাম
হেক্টর প্রতি১.০ কেজি২.০ কেজি

লাল শাক চাষের জমিতে সার প্রয়োগের পরিমাণ

সারের পরিমাণগোবরইউরিয়াটিএসপি  এমওপি
এক শতকে২০ কেজি৯০০ গ্রাম২৮০ গ্রাম২৫০ গ্রাম
একর প্রতি২.০ টন৯০ কেজি২৮ কেজি২৫ কেজি
হেক্টর প্রতি৫ টন২২০ কেজি৭০ কেজি৬০ কেজি

লাল শাক চাষের জমিতে সার দেওয়ার নিয়ম

অল্প দিনের ফসল বিধায় সব সার বীজ বোনার আগে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তবে চারার বয়স ১০-১২  দিন হওয়ার পর ইউরিয়া উপরি প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়।

আরেও পড়তে পারেনে – পালংশাক চাষ পদ্ধতি

লাল শাক চাষে পরিচর্যা

  • লাল শাক চাষের ক্ষেত্রে ঘন জায়গা থেকে লাল শাকের চারা তুলে পাতলা করে দিতে হবে। ২-৩ সপ্তাহ পর লাল শাকের চারা পাতলা করলে কচি শাক খাওয়া যায়।
  • মাটিতে রসের অভাব হলে মাঝেমধ্যে লাল শাক চাষের জমিতে সেচ দেওয়া ভালো। প্রয়োজনে আগাছা পরিষ্কার সহ মাটি আলগা করে দিতে হয়।

লাল শাক সংগ্রহ

বীজ বোনার একমাস পর লাল শাক খাওয়ার উপযুক্ত হয়।

লাল শাকের ফলন

প্রতি শতকেএকর প্রতিহেক্টরপ্রতি
২০-২৪ কেজি২.০-২.৪ টন৫.০-৬.০ টন 

FAQs

লাল শাকের বীজের দাম কত?

৫০ গ্রাম লাল শাকের বীজের দাম ৩০-৫০ টাকা।

টবে লাল চাষ পদ্ধতি বর্ণণা কর?

টবে লাল শাক চষের জন্য টবের ৫০% দোঁআশ মাটি, ৩০% জেব সার এবং ২০% বালি নিয়ে তা ভালোভাবে মিশিয়ে টবে দিতে হবে। এরপর টবে লাল শাকের বীজ বপন করতে হবে এবং টবটি রোদ আছে এমন জায়গায় রাখতে হবে এবং মাঝে মাজে টবে পানি দিতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *