চারা গাছ রোপন পদ্ধতি

একটি ভালো চারা গাছ একটি ভালো বৃক্ষ দিতে সক্ষম। আর এই ভালো বৃক্ষ হওয়ার জন্য প্রয়োজন উপর্যুক্ত মাটি, আবহাওয়া , সময় ও পরিচর্চা। তাহলে একটি চারা গাছ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। তাই চলুন জেনে নিই চারা গাছ রোপন পদ্ধতি সম্পর্কে।

চারা গাছ রোপন পদ্ধতি

চারা গাছের ইংরেজী হলো ‍Seeding tree. চারা গাছ হলো একটি বৃক্ষের ক্ষুদ্র রূপ। সাধারণত চারা গাছ দুই ভাবে রোপন করা যায়। যথাঃ ১) সরাসরি চারা গাছ চাষের জমিতে রোপন এবং ২) টবে চারা গাছ রোপন। আর চারা গাছের ভালো পরিচর্চা করলেই ভবিষ্যতে চারা গাছ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। তাই আসুন জেনে নিই চারা গাছ রোপন পদ্ধতি সম্পর্কে।

আরোও পড়তে পারেন – কিভাবে ভালো চারা বাছাই করতে হয়

১) সরাসরি চাষের জমিতে চারা গাছ রোপন পদ্ধতি

চারা গাছ রোপনের জলবায় ও জমি এবং মাটি নির্বাচন

গাছ অনুযায়ী চারা গাছ চাষের উপযোগী জলবায়ু নির্বাচন করতে হবে এবং সাথে সেই চারা গাছ চাষের জমি নির্বাচন করতে হবে। সেই জমি হতে মাঝাড়ি অথবা উঁচু মাঝারি এবং চারা গাছ চাষের জমির মাটি হতে হবে উর্বর। আর চারা গাছ চাষের জমিটি অবশ্যই হতে হবে আলো-বাতাস সম্পূর্ণ।

চারা গাছ রোপনের সময়সূচী

গাছ অনুযায়ী চারা গাছ চাষের উপযোগী সময় নির্ধারণ করতে হবে। কারণ,ভুল সময়ে ভুল চারা রোপন করলে চারা গাছের উৎপাদন কম হতে পারে।

আরোও পড়ুন – ফুল চাষ পদ্ধতি

চারা গাছ চাষের জমি তৈরী

চারা গাছ চাষের জন্য জমিতে চারা গাছ রোপনের পূর্বে চাষের জমি ভালোভাবে তৈরী করতে হবে। আর জমি তৈরী করার সময় চাষের জমির মাটি ভালোভাবে মই দিয়ে ঝুড়ঝুড়ে করতে হবে। তারপর সেখানে সার প্রয়োগ করতে হবে। অবশ্যই জমিতে সেচের ব্যবস্থা করতে হবে।

জমিতে চারা গাছ চাষের পূর্বে চারা গাছ বা বীজ সংগ্রহ

আমাদের আশেপাশে শহরে বা গ্রামে বর্তমানে ভালো নার্সারি রয়েছে। এসব নার্সারীতে উন্নতজাতের চারার বীজ, কলম ও চারা পাওয়া যায়। অথবা পাশবর্তী কৃষি সম্প্রসারণ অফিসে যোগাযোগ করে বিভিন্ন গাছের চারা পেতে পারেন।

চারা গাছ বপন বা রোপন পদ্ধতি

চারা গাছ জমিতে রোপনের পূর্বে জমিতে সামন্য পরিমাণে গর্ত করতে হবে। তারপর সেই গর্তে এমন ভাবে চারা বপন করতে হবে যেন চারাগাছ সোজা থাকে। এছাড়াও চারা গাছ সোজা থাকার জন্য প্রয়োজনে একটি লাঠি গেরে চারা গাছের সাথে বেঁধে দিতে হবে। তারপর চারাগাছের মাটিতে বিভিন্ন জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে পরিমাণ মতো।

চারা গাছের চাষ পরবর্তী পরিচর্চা

চারা গাছ রোপনের পর এমন ভাবে চারা গাছের পরিচর্চা করতে হবে যেন চারা গাছের কোন ধরণের রোগ-বালাই না হয় এবং গাছের ফলন বৃদ্ধি হয়। আর এভাবে জমিতে চারা গাছ রোপন বা বপন করতে হবে।

আরোও পড়ুন – সার প্রয়োগ পদ্ধতি

২) টবে চারা গাছ রোপন পদ্ধতি

টবে চারা গাছ চাষের পূর্বে টব নির্বাচন

ফুল গাছের চারা রোপনের জন্য উপযুক্ত সাইজের টব নির্বাচন করতে হবে। ছোট গাছের জন্য বড় টব হলে কোন সমস্যা নেই, কিন্তু বড় গাছের জন্য ছোট টব নির্বাচন করা উচিৎ নয়। অর্থাৎ আমাদের চারা গাছ চাষের জন্য গাছের সাইজ অনুযায় টব সংগ্রহ করতে হবে। এরপর টব সংগ্রহ করে টবে সামান্য ছিদ্র করে ঐ ছিদ্রের উপর কিছু পাথর বা ইটের ভাঙ্গা টুকরো অংশ দিয়ে তার উপর কিছু পরিমাণ বালি দিয়ে বালির বেড তৈরি করে নিতে হবে এবং তারপর চারা লাগতে হবে।

টবে চারা গাছ রোপনের জন্য মাটি বা মিশ্রণ তৈরী

টবে চারা গাছ রোপনের জন্য প্রতি টবের জন্য টবের তিন ভাগের দুইভাগ গাছের জন্য উপযোগী মাটির সঙ্গে তিন ভাগের একভাগ পরিমাণ জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি বা মিশ্রণ তৈরি করতে হবে। তবে জৈব সারের সাথে সাথে ঐ মিশ্রণে একমুঠো হাড়ের গুড়ো, দুই চা-চামচ চুন, দুমুঠো ছাই টবের মাটিতে মিশিয়ে নিলে টবের চারার জন্য ভালো হবে। আর এর ফলে টবের মাটি বহুদিন ধরে উর্বর থাকে।

টবে চারা গাছ চাষের পূর্বে চারা গাছ বা বীজ সংগ্রহ

আমাদের আশেপাশে শহরে বা গ্রামে বর্তমানে ভালো নার্সারি রয়েছে। এসব নার্সারীতে উন্নতজাতের চারার বীজ, কলম ও চারা পাওয়া যায়। অথবা পাশবর্তী কৃষি সম্প্রসারণ অফিসে যোগাযোগ করে বিভিন্ন গাছের চারা পেতে পারেন।

টবে চারা গাছ রোপন বা বপন পদ্ধতি

টবে চারা গাছ রোপনের পূর্বে টবের মাটিতে সামন্য পরিমাণে গর্ত করতে হবে। তারপর সেই গর্তে এমন ভাবে চারা বপন করতে হবে যেন চারাগাছ সোজা থাকে। এছাড়াও চারা গাছ সোজা থাকার জন্য প্রয়োজনে একটি লাঠি গেরে চারা গাছের সাথে বেঁধে দিতে হবে। তারপর চারাগাছের মাটিতে বিভিন্ন জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে পরিমাণ মতো।

টবে চারা গাছের চাষ পরবর্তী পরিচর্চা

টবে চারা গাছ রোপনের পর এমন ভাবে চারা গাছের পরিচর্চা করতে হবে যেন চারা গাছের কোন ধরণের রোগ-বালাই না হয় এবং গাছের ফলন বৃদ্ধি হয়। তবে টবে চারা গাছ চাষ করতে হবে এমন জায়গায় যেখানে সবসময় পর্যাপ্ত আলো-বাতাস থাকে। আর এভাবে টবে চারা গাছ রোপন বা বপন করতে হবে।

কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ, ফসলের চাষ পদ্ধতি, সার প্রয়োগ এবং ফসলের বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করূন Krishakbd.com

FAQs

চারা রোপন কিভাবে করব?

রোপণ পদ্ধতি কি

রোপন পদ্ধতি হলো জমি বা টবে কিভাবে খুব সহজে চারা গাছ রোপন করা যায় তারই নিয়ম। 

বীজ রোপণ পদ্ধতি কি?

বীজ থেকেই আসলে চারা উৎপাদন হয় এবং চারা থেকে গাছ উৎপন্ন হয়। আর এই বীজ রোপন পদ্ধতি হলো নার্সারীর বেডে কিভাবে খুব সহজে চারা গাছ উৎপাদন করা যায় তারিই নিয়ম।

চারা গাছ লাগানোর উপযুক্ত সময় কোনটি?

সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চারা গাছ লাগানোর উপযুক্ত সময় হলো জুন থেকে জুলাই মাস। তবে গাছ ভেদে এই চারা গাছ লাগানোর বারোপন করা সময়সূচী ভিন্ন হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *