আবারো বাড়লো সারের দাম | সারের মূল্য তালিকা ২০২৩
সার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করার মাধ্যমে অধিক ফলন পেতে কৃষককে সাহায্য করে। কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে সারের দাম বৃদ্ধি পেয়েছে। জানুন বর্তমান সারের মূল্য সমূহ।
গাছের বৃদ্ধির জন্য প্রকৃতিক ও জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করা হয় ফলন দ্রুত বৃদ্ধি করার জন্য। বর্তমান সময়ে ব্যাপক ভাবে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি ইত্যাদি কৃষক ভাইরা ব্যবহার করে থাকেন ফসল ফলানোর জন্য।
কিন্তু চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধির কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করনের লক্ষ্যে সারের বিক্রয় মূল্য নিম্নমোক্ত ভাবে সরকার নির্ধারন করেছে।
আরোও পড়তে পারেন – krishakbd.com/আধুনিকভাবে-চাষ-করুন-ধনিয
সব ধরনের সারের দাম বাড়লো কেজি প্রতি ৫ টাকা
প্রতি কেজি যেকোনো সারের মূল্য ৫ টাকা হারে বৃদ্ধি পেয়েছে। জানুন সারের বর্তমান মূল্য।
বিবরণ | প্রতি কেজি | প্রতি বস্তা |
---|---|---|
ইউরিয়া | ২৭ | ১৩৫০ |
ডিএপি | ২১ | ১০৫০ |
এমওপি | ২০ | ১০০০ |
টিএসপি | ২৭ | ১৩৫০ |